ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ফতার ৯

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ০৯ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

এসআই(নিঃ) সাইদুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার সিকে ঘোষ রোডস্থ হারুন টাওয়ারের সামনে পাকা রাস্তার পার্শ্বে হতে মাদক ব্যবসায়ী সোহেল ওরফে মজিদ (২৮), পিতামৃতঃ হাশেম আলী, সাং-মালগুদাম বস্তি (ডিবি) রোড, এনআইডি নং-৬৯১৩৫৭৫৪৭৫, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে ২০০ (দুইশত) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আব্দুল্লাহ (বীরবওলা)সাকিনস্থ ধৃত আসামী মোঃ সাইফুল ইসলাম ওরফে ছয়ফল, পিতামৃতঃ হাফিজ উদ্দিন এর বসতঘরে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে ছয়ফল(৫৫), পিতামৃতঃ হাফিজ উদ্দিন, মোছাঃ জাহানারা বেগম(৩০), স্বামী- মোঃ সাইফুল ইসলাম ওরফে ছয়ফল, উভয় সাং-আব্দুল্লাহপুর (বীরবওলা পরানগঞ্জ বাজার সংলগ্ন), থানা- কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের নিকট হতে সর্বমোট ২০০ (দুইশত)গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) ত্রিদীপ কুমার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার এলাকা হতে নিয়মিত মামলায় আসামী মেহেদী হাসান(২২), পিতা-ছুরহাব আলী, মাতা-ফাতেমা বেগম, সাং-গোয়াডাঙ্গা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এএসআই(নিঃ) জহিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী মডেল থানার পাটগুদাম বাসষ্ট্যান্ড সরকারী পাঁকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী মোঃ মেহেদী হাসান বাবু (৩১), পিতা-মোঃ মিয়া হোসেন, সাং-বলাশপুর পালপাড়া, কোতোয়ালী ময়মনসিংহকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ)সাইদুর রহমান, এএসআই রেজাউল করিম, আমিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, ০৩নং ফাড়ি প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া মোট ০৪টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় সাগর ওরফে কলা সাগর, পিতা-মোঃ মজনু মিয়া, সাং-আকুয়া হাবুন বেপারীর বাড়ী, এপি সাং-মাসকান্দা বাসষ্ট্যান্ড (শরাফ উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া), সোহেল মজিদ, পিতামৃতঃ হাসেম মিয়া, সাং-নাটোগোল্ডেন, কাশেম, পিতা-মৃতঃ মাঈনুদ্দিন, সাং-চর বওলা, তোফায়েল, পিতা-দুলাল, সাং-আকুয়া (আকুয়া দক্ষিনপাড়া), সকলেই থানা-কোতোয়ালী, ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট/মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার