You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের ৭ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৯৫ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জানা গেছে, ১১টি সাধারণ বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। গতবছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৯৫ দশমিক ২৬ শতাংশ।
জানা গেছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিলো। পরীক্ষায় অংশ নেন ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। পাস করেছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী। গত ৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে ২২ ডিসেম্বর পর্যন্ত।