You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়ারিসহ ২০ জন আসামীকে গ্রেফতার করেছে। সেই সাথে মাদক উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়া, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২০জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম মোড়স্থ মোঃ আনিস মিয়ার চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী পিয়াল হাসান (২৫), সাং- বাঘমারা, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ৩২(বত্রিশ)পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৩.২(তিন দশমিক দুই)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, ০১নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীমঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গাঙ্গিনারপাড়স্থ রমেশ সেন রোড পতিতাপাল্লীর ২নং গেইটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী রতন পাল (৫০), -জামান মঞ্জিল, নাটক ঘরলেন, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ৩২ (বত্রিশ) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শাহজালাল, ০৩নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস মোড় ফুলবাড়িয়া রোডস্থ জনৈক মোঃ নাজমুল ইসলামের নিউ বাইক পার্টস দোকানের সামনে রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী কাউসার আহমেদ @ রনি (২০), সাং-সুহিলা, ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে (১) ৪৭ পিস Easium ইনজেকশন, প্রতিটি ইনজেকশন ২ মিঃ লিঃ করিয়া মোট ওজন ৯৪ মিঃ লিঃ, যার আনুমানিক বাজার মূল্য ৭,০৫০/- (সাত হাজার পঞ্চাশ) টাকা, যার প্রতিটি ইনজেকশন এর গায়ে Easium Diazepam 10mg in 2ml লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান, (২) ৪৮ পিস Amarin ইনজেকশন, প্রতিটি Amarin ইনজেকশন ২ মিঃ লিঃ করিয়া মোট ওজন ৯৬ মিঃ লিঃ, যার আনুমানিক বাজার মূল্য ৭,২০০/- (সাত হাজর দুইশত) টাকা, যার প্রতিটি ইনজেকশন এর গায়ে Amarin Injection 2ml Pheniramine maleate BP 45.5 mg/2ml লেখাসহ অন্যান্য লেখা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার টাউন হল মোড় এলাকা হতে নিয়মিত মামলার আসামী সিয়াম ওরফে তিনকান সিয়াম (২৫), , সাং-নওমহল গরুর খোয়ার, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাঘেরকান্দা এলাকা হইতে যৌতুক মামলার আসামী রতন মিয়া (২৫), সাং-বাঘেরকান্দা, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ, ০১নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ষ্টেশন রোড এলাকা হতে চুরি মামলায় আসামী ১।শান্ত(২০), পিতা- মিজান, সাং-সিকে ঘোষ রোড, পঁচাপুকুর পাড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দিঘারকান্দা বাইপাস এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলায় আসামী আরাফাত হোসেন রিপন (২৫), , সাং-বলাশপুর কসাইবাড়ী, -কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) উমর ফারুক সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গোষ্ঠা উত্তরপাড়া সাকিনস্থ ০৫নং আসামী মোঃ আরিফুল ইসলাম এর ঔষধ ফার্মেসীর ভিতর হতে জুয়া খেলার অপরাধে শষ্যমালা কোনাপাড়ার মোঃ শরিফুল ইসলাম (২২), মোঃ নজরুল ইসলাম (৪৮), গোষ্ঠা উত্তরপাড়ার মোঃ উজ্জল মিয়া (৩৫), মোঃ হারুন অর রশিদ (৩৫), আরিফুল ইসলাম (৩২), মোঃ আবুল কালাম আজাদ(৩৫) কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে নগদ ৪৪০/- (চারশত চল্লিশ ) টাকা যার মধ্যে ১০০/-টাকার নোট ০২টি, ৫০/- টাকার নোট ০২টি, ২০/-টাকার নোট ০২টি, ১০/-টাকার নোট ১০টি এবং জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ধরনের তাস ৬৩টি ও প্লাষ্টিকের বস্তা ০১টি উদ্ধার করা হয়।
এএসআই(নিঃ) হুমায়ুন কবির সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আলীয়া মাদ্রাসা এলাকায় পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী শাহরিয়া হাসান উৎস (২৫), -ভাটি কাশর, করবস্থান, রাশেদুল ইসলামা রাজু (২৬), সাং-বাকৃবি শেষ মোড়, উভয় কোতোয়ালী ময়মনসিংহদ্বয়’কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) রুবেল, ০১নং ফাড়ি, মুহাম্মদ জহিরুল ইসলাম, অসীম কুমার দাস, তাইজুল ইসলাম, এএসআই সুজন চন্দ্র সাহা প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ সাগর মিয়া, সাগর মিয়া, রমজান আলী, শরীফ, আসিরুল ইসলাম গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।