ঈশ্বরগঞ্জে প্রতিটি ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে প্রতিটি ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পদযাত্রা কর্মসূচী শেষ হয়েছে। উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উদ্যাগে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে পদযাত্রায় বিভিন্ন ইউনিয়নের পথে পথে শত শত লোক অংশগ্রহণ করে।

জানা যায়, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তিসহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পদযাত্রা কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পদযাত্রা কর্মসূচী পালন করা হয়। পদযাত্রা কর্মসুচীতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা সবকটি ইউনিয়নে ভাগে ভাগে অংশ গ্রহণ করেন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় পদ যাত্রায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশীদ, সাবেক সাংগঠনিক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওই পদযাত্রায় অংশ গ্রহণ করেন।