
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির আন্দোলনে গণজোয়ার সৃস্টি হয়েছে বলেই, আওয়ামী নেতারা চোখে সর্ষেফুল দেখছে, হৃদকম্পন সৃস্টি হয়েছে। এজন্যই গুলি, গ্রেফতার করে আন্দোলন দমন করার ব্যর্থ চেস্টা করছে তারা । তিনি আজ সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা বাজারে বিশাল পথসভায় বক্তব্য রাখছিলেন ।
এর আগে এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে বিকেল ৪ টায় হালুয়াঘাটের ধারা বাজারে পথসভার মাধ্যমে ধারা ইউনিয়ন বিএনপির পদযাত্রা শুরু হয়ে ধারা বাজার প্রদক্ষিন করে ৪ কিলোমিটার পথ অতিক্রম করে নাগলা বাজারে আমতৈল ইউনিয়নের পদযাত্রার সাথে একত্রিত হয়ে পথসভায় মাধমে শেষ হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনসাধারণের উপস্থিতিতে পথ সভা জনসভায় পরিণত হয়। পদযাত্রায় নেতাকর্মীরা হাতে হারিকেন ,গ্যাসের খালি সিলিন্ডার ,চাল ডাল ,সাবান,সার নিয়ে আসে এবং এসবের মূল্য বৃদ্ধির ও লোডশেডিং এর প্রতিবাদ জানান।পদযাত্রা চলাকালীন সময়ে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন ।এ সময় মাইকে পদযাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে ধারা বর্ণনা দেওয়া হয় এবং দাবি-দাওয়ার উপর প্যারোডি গান পরিবেশন করা হয় ।বয়োবৃদ্ধ অসুস্থ নেতৃবৃন্দ ঘোড়া গাড়িতে করে পথযাত্রার সাথে ধারা বাজার থেকে নাগলা বাজার পর্যন্ত গমন করেন।
ধারা বাজারের পথসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, জনদুর্ভোগ সৃষ্টিকারী ভোটচোর সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি গণদাবিতে পরিণত হয়েছে ।তিনি বলেন বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে ।অধিকার হারা জনগণ জীবন জীবিকার রক্ষার সংগ্রামের পাশাপাশি লুট হওয়া দেশের মালিকানা ফিরে পাবার সংগ্রামে লিপ্ত।
বিদ্যুৎ ,গ্যাস,চাল,ডাল,তেল,আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তি ,গণতন্ত্র পুণ:রুদ্ধার ও জনদুর্ভোগ সৃস্টিকারী সরকারের পদত্যাগ ,নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি সকালে ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড,উপজেলা পরিষদ,সুতিয়াখালী খালের পাড়,গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজার এবং
হালুয়াঘাট উপজেলার কৈলাটি বাজারে বিলডোরা ইউনিয়নের পদযাত্রা ও পথসভা, শাকুয়াই ইউনিয়নের চৌরাস্তা বাজারে এবং স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও মোড়ে পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখেন ।পথসভায় তিনি বলেন গণদাবি মেনে নিয়ে পদত্যাগ না করলে আওয়ামী লীগ সরকারকে শোচনীয় পরিণতি ভোগ করতে হবে ।আওয়ামী লীগ ও সরকার জনবিচ্ছিন্ন হয়ে ফ্যাসিবাদী কায়দায় দমন নিপীড়ন চালিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চায়। দমন ,নিপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না । তিনি বলেন সরকার একদিকে যেমন গণতন্ত্র ও ভোটের অধিকার হরণ করে এক দলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে ,অন্যদিকে দুর্নীতি লুটপাট ও ভ্রান্ত নীতির কারণে দেশের অর্থনীতিকে লন্ডভন্ড করে দিয়েছে ।মানুষ অত্যন্ত মানবেতর অবস্থায় দিন যাপন করছে ।চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণকে খাদের কিনারায় নিয়ে গেছে ।জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না ।তিনি বলেন যে সরকার ভোট চুরি করে ,গুম খুন দমন নিপীড়ন করে ক্ষমতা জবরদখল করে রাখে, যে সরকার দুর্নীতি করে লুটপাট করে দেশের অর্থনীতি ফোকলা করে দেয় ,যে সরকার জনগণের চরম দুর্দিনে তাদের পাশে না দাঁড়িয়ে অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও গ্যাস, বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে দেয়, সেই গণবিরোধী সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী, আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মিজানুর রহমান মিজান, পরান আলী কাঞ্চু, এবাদুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান , জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, বিএনপি নেতানেতা শহীদুল হক খান সুজন, মোতালেব হোসেন ,যুবদল নেতা মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।
এভাড়াও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও সদস্য আসলাম মিয়া বাবুল এর নেতৃত্বে কৈচাপুর ইউনিয়নের বোর্ড বাজার, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীর নেতৃত্বে ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজার, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর নেতৃত্বে জুগলী ইউনিয়নের ছাতুগাঁও বাজার, আবু হাসনাত বদরুল কবিরের নেতৃত্বে হালুয়াঘাট সদর ইউনিয়ন, রফিকুল ইসলাম, কসিম উদ্দিন জোয়ারদার, মোশাররফ হোসেনের নেতৃত্বে গাজীরভিটা ইউনিয়নের সুমনিয়া পাড়া বাজার, আলী আশরাফ এর নেতৃত্বে নড়াইল ইউনিয়নের আলিশাবাজার, কাজী ফরিদ আহমেদ পলাশ এর নেতৃত্বে ধুরাইল ইউনিয়নের ধুরাইল বাজার এবং ধোবাউড়া উপজেলায় ফরহাদ রাব্বানী সুমন এর নেতৃত্বে বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজার, হাবিবুর রহমান হাবিব ও আব্দুস শহীদ এর নেতৃত্বে গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার ,সোলায়মান সরকার ও আলী হোসেনের নেতৃত্বে পুরাকান্দুলিয়া ইউনিয়ন বাজার, আবদুল মতিন ও মো: শাজাহানের নেতৃত্বে ঘোসগাঁও বাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয় । দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চাড়িয়াপাড়া বাজারে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করে ।