ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

BMTV Desk No Comments

ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ থেকে-   ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খাঁন সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রোববার বিকেলে উচাখিলা ইউনিয়নবাসীর আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাশারকে গত ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার বিকেলে উচাখিলা স্কুল এন্ড কলেজের সামনে পিটিয়ে আহত করে একদল দুর্বৃত্ব। পরে বিষয়টি নিয়ে শনিবার চেয়ারম্যানকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন মেম্বার আবুল বাশার। রোববার এরই প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খাঁন সেলিমকে আসামী করে মিথ্যা মামলা ও বিভিন্ন অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

এছাড়াও গত ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ওই ইউনিয়ন পরিষদের নারী সদস্য রোকসানা লাঞ্ছিত ও মারধরের শিকার হন। পরে বিষয়টি নিয়ে ওই নারী সদস্য বাদী হয়ে চেয়ারম্যানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বর্তমানে সেই মামলায় চেয়ারম্যান জামিনে রয়েছেন।

এদিকে পর পর এমন দু’টি ঘটনায় চেয়ারম্যানকে আসামি করে মিথ্যা মামলা দায়ের ও বিভিন্ন অপপ্রচার চালানোর বিরুদ্ধে রোববার বিকেলে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

মানববন্ধনে পরিষদের দুই সদস্য মোসাঃ ইয়াসমিন ও আশরাফুল আলম বলেন, কোন অদৃশ্য শক্তির মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কোন রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিল না করে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানান তারা।

ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খাঁন সেলিম বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য একটি মহল মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হয়রানি করার জন্য এগুলো করা হচ্ছে। আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।