You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ১১ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী‘স্প্রিং ফেস্ট-২০২৩’এর সমাপনী অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় চত্বরে পুন্ড্র ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশ গ্রহণে এ স্প্রিং ফেস্ট সমাপ্ত হয়।স্প্রিং ফেস্টে অ্যাথলেটিকস কম্পিটিশন,ক্রীড়া কম্পিটিশন, সাংস্কৃতিক ইভেন্ট,সায়েন্স এক্সিভিউশন ও প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করা হয়েছে।প্রজেক্ট শোকেজিং ও প্রোগামিং কনটেস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্প্রিং ফেস্টে অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান,টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে-আরা বেগম।এতে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড.মোঃ মোজাফফর হোসেন, ট্রেজারার প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই-ফজলুল,বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড.খাজা জাকারিয়া আহম্মদ চিশ্ তী,ভারপ্রাপ্ত রেজিস্টার ড.মোঃ আলাউদ্দিন ও বিওটি সচিব মোঃ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।স্প্রিং ফেস্টে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।এ সময় টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,শিক্ষক,শিক্ষার্থী,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন