বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ টুর্নামেন্ট এমপিএল’র ময়মনসিংহ রাইডার্স চ্যাম্পিয়ন

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমিটিভ নিউজ
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ময়মনসিংহে ১০০ বলের তারকাবহুল ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লীগ (এমপিএল) ফাইনালে ময়মনসিংহ থান্ডার্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাইডার্স। শুক্রবার বেলা ১১ টা ৪৫ মিনিটে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে ১০০ বলের এ টুর্নামেন্টের ফাইনালে প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ রাইডার্স। টুর্নামেন্টটি আয়োজন করেছে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমএমসিএ)। এমপিএলের খেলা দেখতে দর্শকের ঢল নামে সার্কিট হাউস মাঠে। দীর্ঘদিন পর নগরে এমন আয়োজন পেয়ে উচ্ছ্বসিত তারা।

মাঠে বসে পুরো খেলা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, র‌্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন প্রমূখ। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, বিজিত দলের হাতে রানার আপ ট্রফিসহ সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই রনির ঘুর্ণিতে ওপেনার অনিকের উইকেট হারায় থান্ডার্স। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে ১০ ওভার ৫ বলে থান্ডার্সের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৫৬ রান। ১১ তম ওভারে আবারও ব্রেক থ্রো আনেন রাইডার্স স্পিনার রনি। প্রথম বলে জিমি-শুভাগত’র ভুলবোঝাবুঝিতে জিমি রান আউট হওয়ার পরই তৃতীয় বলে দলীয় ৬১ রানের মাথায় আউট হন শুভাগতও। এরপর জাতীয় ক্রিকেটার ফরহাদ রেজা নেমে চার-ছয়ে রানের চাকা সচল করার চেষ্টা করেন। তবে ১৪ তম ওভারে তার উইকেটটি তুলে নেন রাইডার্সের মুক্তার আলী। এরপর শেষদিকে অর্ক’র ২২ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয় ময়মনসিংহ থান্ডার্স।

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন রাইডার্সের দুই ওপেনার উত্তম ও মুনির। অষ্টম ওভারে থান্ডার্স বোলার টিটুর বলে আউট হওয়ার আগে তারা স্কোরবোর্ডে যোগ করেন গুরুত্বপূর্ণ ৫৫ রান। এ দুই ওপেনারের উইকেট হারালেও জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান ৩৭ ও আল আমিনের ২৩ রানে ৮ বল বাকি থাকলেই সহজ জয় পায় ময়মনসিংহ রাইডার্স। শেষে টানা ছুটি ছক্কায় ম্যাচ জিতিয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন সাব্বির রহমান।

এ জয়ের মধ্য দিয়ে এমপিএলের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নিল ময়মনসিংহ রাইডার্স। ৯ রানে ৩ উইকেট পাওয়ায় ফাইনালের সেরা খেলোয়াড় হন বিজয়ী দলের স্পিনার রনি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ টি উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন থান্ডার্স অলরাউন্ডার শুভাগত হোম।
এসময় ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা শ্রী দিলিপ পান্ডে, কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানেয়ার হােসেনসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার