বগুড়ায় টিএমএসএস ক্যান্সার সেন্টার উদ্বোধন করলেন-স্বাস্থ্যমন্ত্রী

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম, পাবনা।।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি ১৫ ফেব্রুয়ারী বগুড়ায় টিএমএসএস ক্যান্সার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন,টিএমএসএস দেশের একটি নামকরা সামাজিক প্রতিষ্ঠান।সংস্থাটি সারা দেশ ব্যাপী বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে।এ সংস্থার অধীন বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ মেডিকেল কলেজ রয়েছে।

এছাড়াও ২৫০ বেডের একটি ক্যান্সার হাসপাতাল স্থাপন করেছে।ক্যান্সার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,ক্যান্সার চিকিৎসার জন্য এখানে উন্নত মানের মেশিন,ডাক্তার ও পর্যাপ্ত সংখ্যক নার্স রয়েছে।এটি একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল।স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনারা জানেন দেশে ক্যান্সার,কিডনী,হার্টের রোগ বৃদ্ধি পেয়েছে।বৃদ্ধি পেয়েছে ডায়াবেটিস রোগীও।এ সমস্ত রোগে প্রতি বছর দেশের বহু লোকের মৃত্যু হয়।আগেই রোগ শনাক্ত করে সঠিক চিকিৎসা নিলে মৃত্যু হার কমে যায়।এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী টিএমএসএস হাসপাতাল ক্যাম্পাসে এসে ক্যান্সার সেন্টারের ফলক উন্মোচন করেন।এসময় টিএমএসএস অটিজম স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীরা মন্ত্রীকে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে স্বাগত জানান।তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় ক্যান্সার হাসপাতাল স্থাপনে টিএমএসএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন,সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেয়া হবে।তিনি আরো বলেন,দেশে ক্যান্সার রোগীদের জন্য যতগুলো হাসপাতাল থাকা প্রয়োজন তা নেই।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৮টি বিভাগে ৮টি ক্যান্সার সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে।তিনি বলেন,দেশের একটি মানুষও যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে সেই প্রচেষ্টা সরকারী ও বেসরকারী ভাবে করা হচ্ছে।

উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হেসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম মন্ত্রীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরো বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক অবঃ ব্রিঃ জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।অন্যদের মধ্যে টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল,টিএমএসএস পরিচালনা পর্ষদের মোছাঃ গুলনাহার পারভীন, পরিচালক প্রশাসন শাহাজাদি বেগম, হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।পরে টিএমএসএস মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক।বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রফেসর ডাঃ এ বি এম খুরশীদ আলম ও স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক প্রফেসর ডাঃ মোঃ টিটো মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।অনুষ্ঠানে টিএমএসএস মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জেলার সরকারি, বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, টিএমএসএসের পদেষ্টা,পরামর্শক, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার