You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা।।
জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত ও বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আজ ১৮ ফেব্রুয়ারী মাদকের কুফল সম্পর্কে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম মিলনায়তনে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়।আলোচনা বিশ্ব বিদ্যালয়ের সামাজিক ও মানবিক বিঞ্জান অনুষদের ডিন মোঃ মাহমুদ হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদকের কুফলতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ মোজাফফর হোসেন।আলোচনায় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থেকে সামাজিক সচেতনতা,মাদকের ভয়াবহতা ও মাদকাসক্ত থেকে বিরত থাকার উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে-আরা বেগম।মুখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন টিএমএসএস মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মামুন আল মুজাহিদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য প্রফেসর ড.মোহাঃ হাছানাত আলী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.আ.ন.ম রেজাউল করিম,ট্রেজারার প্রফেসর মোঃ সুজন শাহ-ই-ফজলুল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান প্রমুখ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড.খাজা জাকারিয়া আহ্মদ চিশ্তী,ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর বিজন কৃষ্ণ মৃধা,রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ড. মো.আলাউদ্দিন, বিওটি সচিব মোঃ খোরশেদ আলম,প্রক্টর মোঃ পলাশ তাই, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ শাকিল হোসেন প্রমুখ।পরে মাদক বিরোধী রেলী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।