আঃ খালেক পিভিএম, পাবনা।। বগুড়ার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন সম্প্রতি বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ,শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বিদ্যালয়ে অনুষ্ঠান স্থলে পৌঁছালে সভাপতি ও প্রধান শিক্ষিকা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক,স্কুলের কৃতি ছাত্র স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার মূছা আল মানসুর,শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রুমি,গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া ও শেখেরকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ডালিম প্রমুখ।প্রধান অতিথি অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন,মানুষের শরীরের জন্য যেমন পুষ্টির প্রয়োজন,তেমনি মনের চাহিদা মেটাতে খেলাধুলার প্রয়োজন।গ্রামীন খেলা ধুলার পাশাপাশি ফুটবল খেলা খুবই জনপ্রিয় ছিল।ইদানীং ক্রিকেট খেলা জনপ্রিয়তা পেলেও বাচ্চারা ক্রীকেট খেলা নিয়ে বেশি মাতামাতি করছে।তিনি বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন আছে।তবে লেখা পড়ার ক্ষতি করে খেলা ধুলা চালিয়ে যাওয়ার শিক্ষার্থীদের ক্ষতির কারণ হতে পারে।এ ব্যাপারে সচেতন থাকতে শিক্ষক ও অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ইয়াকুব আলী সরদার,কাঁঠালতলা ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আব্দুল বারী,কে কে কিন্ডারগার্ডেনের পরিচালক এ কে এম শাহীন,ইছামতি কনস্ট্রাকশনের আনোয়ারুল রেজা, পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড হাই স্কুলের প্রাক্তন ছাত্র সংঘের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিঠু,প্রধান শিক্ষক আলহাজ্ব বজলুর রশিদ ও মোঃ আপেল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইউপি সদস্য বৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।সারাদিন ব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।শেষে বার্ষিক বনভোজন উদযাপিত হয়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী,এলাকার বহুগ্যমান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণি পেশার মানুষ,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি প্রমুখ।