আঃ খালেক পিভিএম,পাবনা।। বাংলাদেশ আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস প্রধান অতিথি হিসেবে আজ ২০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ শেডে ১২ দিন মেয়াদী দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,দেশের যে কোন দুর্যোগকালে আনসার বাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে থাকে।এ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অধিকতর দক্ষ করে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।যে কোন প্রশিক্ষণ সকল দুর্যোগকে দক্ষতার সাথে মোকাবিলা করে জাতীয় উন্নয়নকে টেকসই করার দীক্ষা দিয়ে থাকে।তিনি বলেন,ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতা উত্তর দেশের যে কোন ক্লান্তিকালে আনসার-ভিডিপি সক্রিয়ভাবে কাজ করে জাতীয় উন্নতি, অগ্রগতি,স্থিতিশীল উন্নয়ন ও উন্নয়নশীল সরকারকে স্থিতিশীল রাখতে যুগান্তকারী ভূমিকা পালন করছে।যার ফলে সরকার এ বাহিনীকে অধিক কার্যকর আস্থাভাজন বাহিনী হিসাবে গ্রহণ করেছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার- ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট চলতি দায়িত্ব মোঃ ইবনুল হক, উলিপুরের উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন,কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন,ভুরুঙ্গমারীর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান,চিলমারী উপজেলা প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান শাহীন ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসারগণ।
কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা হতে ৫০ জন ভিডিপি সদস্য আগামী ০২ মার্চ পর্যন্ত উক্ত প্রশিক্ষণ গ্রহণ করবেন।