এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকেঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আলাদীনস পার্কে অনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে অনৈতিক কাজে জড়িত ৬ জন যুবক ও ৭ জন যুবতীসহ মোট ১৩ জনকে আটক করা হয়।
সেই সাথে পার্কের ১৮ রুমের রিসোর্ট সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল করিম।
আলাদীনস পার্ক বিনোদন পার্ক হিসাবে চললেও ভিতরে ১৮টি কক্ষে দীর্ঘদিন যাবত রাত দিন চলছিল দেহ ব্যবসা। বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে পার্কে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
১৩ জন কপোত কপোতীর কাছ থেকে ৪৩ হাজার ৫শ টা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। পার্কের ভিতরে ১৮ রুমের রিসোর্ট সীলগালা করে দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আকতার, আনসার ভিডিপি অফিসার রত্না ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম জানান, পার্কটির ভিতরের সামাজিক পরিবেশ খুব নাজুক। অসামাজিক কার্যকলাপ চলায় পার্কের ১৮ রুমের রিসোর্ট সীলগালা করে দেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।