মতিউল আলম, বিএমটিভি নিউজ
ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টায় দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চেম্বার অফ কমার্সের সভাপতি শংকর সাহা। তিনি বলেন জ্বর ও গলা ব্যাথা অনুভব করলে আমিনুল হক শামীম বুধবার সকালে পরীক্ষার জন্য নমুনা দেন । পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসলে রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
আমিনুল হক শামীমের ছোট ভাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু শামীমের সুস্থতার জন্য ময়মনসিংহবাসী কাছে দোয়া চেয়েছেন।