বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আত্মহত্যা, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আত্মহত্যা, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা।। নারী উন্নয়নের কর্নধার দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়ায় টিএমএসএস শাখা অফিস কার্যালয়ে আত্মহত্যা, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ’ বিষয়ক ওরিয়েন্টেশন ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়।টিএমএসএসের জোনাল ম্যানেজার মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে টিএমএসএস হেম সেক্টর কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মণ।বিশেষ অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম,টিএমএসএসের পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, টিএমএসএসের পরিচালক মোঃ আব্দুস সালাম ও সমাজ সেবক জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএসের মানবাধিকার কর্মকর্তা মোছাঃ সাহানা আফরোজ খানম।টিএমএসএস মানবাধিকার ও জেন্ডার বিভাগ কর্তৃক এ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন কিশোর-কিশোরী, অভিভাবক,গ্রুপ সদস্য-সদস্যা ও সভানেত্রীবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশে সম্প্রতি আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।অভিভাবকদের সাথে সন্তানের ঘনিষ্ঠতা আরো বেশী বারাতে হবে বলে বক্তারা অভিমত তুলে ধরেন।এছাড়াও বাল্য বিবাহ বন্ধে সবাইকে এক সাথে কাজ করার তাগিদ দেয়া হয়।অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, এনজিও কর্মী, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,  বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।