বগুড়ায় টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করেন নেপাল প্রতিনিধি দল

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত স্বাস্থ্য,শিক্ষা ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন নেপালের শীর্ষ স্থানীয় রয়েল মাল্টিপারপাস সোসাইটি’র একটি প্রতিনিধি দল। নেপালের রয়েল মাল্টিপারপাস সোসাইটির প্রতিনিধি দলে সংস্থার পরিচালনা পর্ষদ সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারসহ ৪ সদস্যের প্রতিনিধি দলটি বুধবার বগুড়ার টিএমএসএস পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শনকালে প্রতিনিধি দলটি টিএমএসএসের সার্বিক কার্যক্রমের মডেলকে অনুসারন করে তাঁদের দেশে প্রয়োগ করে কিভাবে দারিদ্রতা বিমোচন করা যায় এ বিষয়ে তাঁরা নেপাল সরকারের কাছে প্রস্তাবনা পেশ করবেন।টিএমএসএসের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পল্লীমঙ্গল শাখার ঋণের গ্রুপ,টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালসহ টিএমএসএসের বিভিন্ন বানিজ্যিক কার্যক্রম পরিদর্শন করেন।পরে প্রতিনিধি দলটি টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের সাথে স্বাক্ষাতকালে নেপাল প্রতিনিধি দলকে তিনি শুভেচ্ছা ও স্বাগতম জানান।এ সময় টিএমএসএস ও নেপালের রয়েল মাল্টিপারপাস সোসাইটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।নেপাল প্রতিনিধি দল টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করায় টিএমএসএসের পক্ষ থেকে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম নেপাল প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।শেষে প্রতিনিধি দল টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এর সাথে মতবিনিময় করেন।টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা উপস্থাপন করে প্রতিনিধি দলকে অবহিত করেন।সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান এর উপস্থাপনায় প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন।এ সময় টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম ও ক্ষুদ্র ঋণ ও আইসিটি পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।তাঁরা টিএমএসএস কার্যক্রমের সফলতা কামনা করেন। টিএমএসএস আইসিটি লিমিটেড প্রণীত সফট্ওয়ার নেপালের বিভিন্ন প্রতিষ্ঠানে মার্কেটিংকরণ ছাড়াও টিএমএসএসের মাধ্যমে ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।প্রতিনিধি দলটির সাথে উপস্থিতি ছিলেন নেপাল কাঠমন্ডু’র বাগমতি রাজ্য বিধান সভার সংসদ সদস্যর পতী, কালিনচক হাইড্রোপাওয়ারের নির্বাহী চেয়ারম্যান ও রয়েল মাল্টিপারপাস সোসাইটির ভাইস চেয়ারম্যান মিসেস ইন্দ্রিরা পান্তা,ব্যবস্থাপনা পরিচালক সিতারাম কালপা,এ্যাকাউন্স কমিটি কো-অর্ডিনেটর সুরেন্দ্র রাজ ছেত্রি ও বোর্ড মেম্বার নিশা বাসন্ত।এ সময় টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,উপদেষ্টা,পরামর্শক,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার