ইস্রাফিল হোসাইন পাপ্পু, ধোবাউড়াঃ- ময়মনসিংহের ধোবাউড়ায় কেক কেটে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধোবাউড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ধোবাউড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য মজিবুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও ধোবাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দীন সোহাগ, উপস্থিত ছিলেন সাংবাদিক কবির উদ্দিন, ধোবাউড়া প্রেসক্লাবের বার্তা সম্পাদক আবুল হাসেম, ধোবাউড়া উপজেলা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া সৌরভ, সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ইসরাফিল হোসাইন পাপ্পু, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম, সদস্য হাসমত আলী, আমিনুল ইসলাম, আনিসুজ্জামান সাকিব প্রমুখ।