শফিপুর আনসার একাডেমিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

শফিপুর আনসার একাডেমিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেকপিভিএম,পাবনা।।   বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত ২ মার্চ তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাহিনী ও নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশন বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক এনডিসি,এ এফডব্লিউ সি,পিএসসি, পিএইচডি।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা ছয় সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।বাহিনীর মহাপরিচালক প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অভিবাদন গ্রহণ করার পাশাপাশি তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে আপনাদের সেবা মূলক কাজের পাশাপাশি বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করতে হবে।অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিঃ জেঃ খোন্দকার ফরিদ হাসানসহ উপ-মহাপরিচালকবৃন্দ,আনসার ভিডিপি একাডেমীর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট,পরিচালকগন,বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা,কর্মচারী ও ব্যাটালিয়ান আনসার উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সমাপনী ড্রিলে শ্রেষ্ঠ সহকারী পরিচালক অমিত হাসান,ফায়ারে শ্রেষ্ঠ সহকারী পরিচালক মো.শাহ নেওয়াজ হোসেন ও অল রাউন্ডার সহকারী পরিচালক মো: আবুল কালাম আজাদকে বাহিনীর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ জন বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা দীর্ঘ ১২ মাস মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স অব হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) কোর্স সম্পন্ন শেষে সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।তাদের মধ্যে একজন ৩৬তম বিসিএস ও বাকি ৩৫জন ৩৮তম বিসিএস এর মাধ্যমে আনসার ক্যাডার হিসাবে যোগদান করেন।