বিএমটিভি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে রুবেনা আক্তার নামে এক বছরের কন্যা শিশুকে রাস্তায় আছড়ে হত্যা করলেন পাষণ্ড বাবা। বৃহস্পতিবার রাতে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পাষণ্ড বাবা রহিম মিঝিকে আটক করে পুলিশে দেয়। সে চর কালকিনি ইউনিয়নের ওয়ার্ডের শাহাব উদ্দিন মিঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে বাবা রহিম মিঝি তার এক বছর বয়সী কন্যাশিশুকে রাস্তায় এনে মাথায় তুলে আছড়াতে থাকে। এতে শিশুর চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে রহিম মিঝিকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে জনতার হাত থেকে উদ্ধার করে বাবা রহিম মিঝিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।