You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৪ মার্চ পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষক,শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা ও বোর্ড সদস্য আয়শা বেগম প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন প্রফেসর ড.একরামুল হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ সুজন শাহ-ই-ফজলুল,বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড.খাজা জাকারিয়া আহ্মদ চিশ্তী ও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মাহমুদ হাসান চৌধুরী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মোঃ আলাউদ্দিন। তিনি তাঁর স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সার্বিক বিষয় উপস্থাপন করেন।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানান।তিনি বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানষিকা নিয়ে কাজ করছে।তিনি আরো বলেন দেশের তৃণমূলে টিএমএসএস বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি বলেন টিএমএসএস সারা দেশেস্বাস্থ্য,শিক্ষা,কৃষি,মৎস্য,প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার সহ সকল সামাজিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।অনুষ্ঠানে উপস্থিত নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় ও শিক্ষার্থীদের মানবিক গুণের অধিকারী হয়ে স্মাট মানুষ হিসাবে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার তাগিদ দেওয়া হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী, টিএমএসএসের উপদেষ্টা,পরামর্শক, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,বিভিন্ন কর্মকর্তা,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।