ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১১

ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১১

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ, ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করেছে।


এর মাঝে এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চরপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামী ওয়াসিম, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চর পুলিয়ামারী শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র হ্যাচারীর সামনে থেকে মাদক মামলার আসামী শহিদুল ইসলাম লিটন, মোঃ নুরু মিয়াকে দেড়কেজি গাঁজা সহ, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে নগরী জিরো পয়েন্ট এলাকা থেকে চুরি মামলার আসামী জয় মিয়া, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে মহারাজা রোড এলাকা থেকে অন্যান্য মামলার আসামী সোহেল রানা, আবুল কালাম, এএসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টীম আকুয়া চুকাইতলা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মেহেদী হাসান মামুনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই শাহ মিনহাজ উদ্দিন, নিরুপম নাগ এএসআই সোহেল রানা, সুজন সাহা পৃথকভাবে অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো চারজনকে গ্রেফতার করেছে। তারা হলো, মোঃ রানা ওরফে কদু রানা ওরফে আবু আহাদ রানা, মোঃ রানা ওরফে কদু রানা ওরফে আবু আহাদ রানা, মোসাব্বির হোসেন নিলয় ও রানা ওরফে কদু রানা। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।