গফরগাঁওয়ে লরিচাপায় কীটনাশক ব্যবসায়ীর মৃত্যু

image

You must need to login..!

Description

 

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ
জেলার গফরগাঁও উপজেলায় গাছবোঝাই লরির চাপায় শহিদুল হক (৫০) নামে এক কীটনাশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা ঘাতক লরিটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান। গফরগাঁও পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটে গত সোমবার রাত সোয়া ১০টায় গফরগাঁও-ভালুকা সড়কের ৪নং সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া বাইপাস মোড়ে।

জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বীর খারুয়া (ছয়ানী) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শহিদুল হকসহ কয়েকজন মিলে বিভিন্ন কোম্পানির কীটনাশক এনে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন। সোমবার রাতে শহিদুল হক ব্যবসায়িক পার্টনার সোহাগকে নিয়ে কীটনাশক বিক্রির টাকা আদায় করতে মোটর সাইকেলযোগে টাঙ্গাইল যান। রাতে গফরগাঁও-ভালুকা সড়কপথে ফিরে আসার সময় হাটুরিয়া বাইপাস মোড়ে বিপরীত দিক থেকে গাছবোঝাই একটি লরি তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা শহিদুল হক ঘটনাস্থলেই মারা যান ও সঙ্গী সোহাগ আহত হন। পরে স্থানীয় লোকজন লরিটি আটক করলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ লাশ ও লরিটি থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার