ময়মনসিংহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ময়মনসিংহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার: মানসম্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরনের লক্ষ্য বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আজ ১৩ মার্চ সকাল এগারটায় ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় শহিদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ চান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলাসহ সকল উপজেলার বিটিএ’র শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিলসহ ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এসময় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিটিএ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।##