স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দাপুনিয়া মধ্য বাজার সাকিনস্থ তাজ ফ্যাশনের সামনে খালি জায়গায় উপর হতে মাদক মামলার আসামী মুন্নী (৩৫), পিতা-ইউনুস আলী, সাং-উজান ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্র্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৫(পাঁচ)পুটলা হেরোইন, যাহার ওজন ০৫(পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দীঘারকান্দা সাকিনস্থ ঢাকা বাইপাস মোড়ের আরিফের চায়ের দোকানের সামনে হইতে মাদক মামলার আসামী শওকত হোসেন @ সোহাগ (৪০), পিতা-আব্দুল হাই ফকির, সাং-ইছাইল নতুন বাজার, থানা ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ০৯(নয়) পুরিয়া হেরোইন, যার পলিথিনসহ সর্বমোট ওজন ০৯ (নয়) গ্রাম, যাহার প্রতি গ্রাম হেরোইনের আনুমানিক সর্বমোট মূল্য ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা, (২) একটি কালো রঙ্গের রঃবষ বাটন মোবাইল ফোন যাহার মডেল নং- it2171, যাহাতে একটি সীম সংযুক্ত উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) শাহ মিনহাজ থানা এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ০১টি জিআর সাজা এবং এসআই(নিঃ)আজগর আলী, এএসআই(নিঃ)চান মিয়া, মাহমুদুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৫টি জিআর সহ সর্ব মোট ০৬টি বডি তামিল করা হয়।
জিআর সাজা প্রাপ্ত আসামী কোতোয়ালীর বয়ড়া ভালুকার মজিবুর রহমান, মোঃ মশিউর, হৃদয় দাস ওরফে আকাশ (২১), মোঃ হৃদয় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।