
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ আগামী ২৩শে মে থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব সচিব মো. জাহাঙ্গীর আলম। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি। এ সভায় নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সচিব আরও বলেন, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার করা হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়াও ২৩শে মের পর থেকে ২৯শে জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। প্রতি ধাপে থাকবে ১২ দিনের ব্যবধান।
দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হতে আর সাড়ে সাত মাস বাকি রয়েছে। নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন।