ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে প্রথমবার ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরিপোট লেখা পর্যন্ত কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।

পৌরসভার ৭ নম্বর খয়ড়াকুড়ি ওয়ার্ডের হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে গিয়ে দেখা যায়, ওই কেন্দ্রে নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে ভোটার উপস্থিতি কম।পুরুষ ভোটারদের এক নম্বর বুথে গিয়ে দেখা যায়, গোপন কক্ষে ভোট দিতে যান একজন ভোটার। এ সময় ওই কক্ষে উঁকি দিয়ে দেখছেন পোলিং কর্মকর্তা। উঁকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি পোলিং কর্মকর্তা। তার নামও প্রকাশ করেননি।ভোটার কবির বলেন, ‘আমি ভোট দিতে বাটনে চাপ দিয়েছি। তাতে কোনো বাতি জ্বলেনি। পরে পোলিং কর্মকর্তা দুটি বাটনে চাপ দিতেই সবুজ বাতি জ্বলে ওঠে আর আমার ভোট দেওয়া হয়ে যায়।’

গোপন কক্ষে পোলিং কর্মকর্তার উঁকি দেওয়া বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. তারেক আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে। তবে কোনো ভোটার যদি না বুঝে, তাহলে পোলিং কর্মকর্তারা দেখিয়ে দিতে পারবেন। দেখিয়ে দেওয়ার নিয়ম আছে।পৌরসভা নির্বাচনে মেয়রপদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র খায়রুল আলম ভূঞা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হালুয়াঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ, হালুয়াঘাট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ও হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মাঠে দায়িত্বে থাকবেন।