আঃ খালেক পিভিএম,পাবনা।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত দেশের বেকারত্ব সমস্যা দূরীকরণ ও আনসার ভিডিপি সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে ৩০ জন আনসার ভিডিপি সদস্যকে বরিশাল আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র স্বাদু পানিতে মুক্তা চাষের উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ আনসার ভিডিপি সদস্যকে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রমটি ১৩ মার্চ থেকে শুরু করে ১৫ মার্চে সমাপ্ত হয়।মুক্তা চাষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও ভিডিপির বরিশাল রেঞ্জের,রেঞ্জ পরিচালক মোঃ আশরাফুল আলম বিএএমএস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ।অন্যদের মধ্যে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষক মোঃ ইলিয়াছ হোসাইন সহ বরিশাল জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কারিগরি ও পেষাগত প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন।এরই ধারাবাহিকতায় আনসার ও ভিডিপি সদর দপ্তরের তত্বাবধানে সারা দেশের ভিডিপি সদস্যদের বেকারত্ব দূরীকরণের ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই মুক্তাচাষ প্রশিক্ষণটি বিশেষ ভূমিকা রাখবে।মুক্তা চাষ প্রকল্প একটি সময়-উপযোগী প্রকল্প বিধায় উদ্যোক্তাগন সহজেই লাভবান হতে পারে।শেষে প্রধান অতিথি মোঃ আশরাফুল আলম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও বিনামূল্যে মুক্তচাষ প্রশিক্ষণ টুলক্স বিতরণ করেন।এ সময় আনসার ভিডিপির জেলা পযার্য়ের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি অফিসার, টিআই, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, সুবিধা ভোগী সদস্য,গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।