ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ ময়মনসিংহ ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে ১৭ই মার্চ ২০২৩ উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে দলীয়, সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে কার্যক্রমের শুরু করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সহযোগী সংগঠনের প্রধানগন।