ময়মনসিংহ প্রেসক্লাব ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ প্রেসক্লাব ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্ক ঃ ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ জানুয়ারী সন্ধ্যায় প্রেসক্লাব ভবনের চতুর্থতলায় কনফারেন্স কক্ষে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অমিত রায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাব সহ- সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও ড. মুহাম্মদ নুরুল্লাহ, বিদায়ী সহ-সভাপতি ডা. কে আর ইসলাম, প্রবীণ সদস্য জিয়া উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খোরশেদ উদ্দিন পাঠান, সালিম হাসান, আমিনুল হক জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, এ এইচ এম মোতালেব, কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, নির্বাহী সদস্য আতাউল করিম খোকন, মীর গোলাম মোস্তফা, বিদায়ী কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক অমিত রায় ও নবনির্বাচিত  সাধারণ সম্পাদক বাবুল হোসেন। গত পহেলা জানুয়ারী ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদ-২০২১এর নির্বাচন অনুষ্ঠিত হয়।