ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী সহ ৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করেছে।
গত ১৪ই মার্চ/২০২৩ দিবাগত রাত পৌণে ২টায় হতে ১৮ মার্চ দুপুর ১টার মধ্যে যেকোন সময় অত্র কোতোয়ালী মডেল থানার ছোট বাজারস্থ নিরালা গেষ্ট হাউজের দু’তলায় ২০৯নং কক্ষে অজ্ঞাতনামা এক তরুনীকে (২০)এর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃতদেহের গলায় ধারালো অস্ত্র দ্বারা গুরুত্বর রক্তাক্ত কাটা জখম, বাম ও ডান হাতের কব্জিতে রগ কাটা গুরুত্বর রক্তাক্ত জখম সহ মৃতদেহের নাক, কান, মুখ আংশিক পচনশীল অবস্থা সহ মুখ দিয়ে তরল পদার্থ নির্গত হতে দেখে তাকে হত্যা করা হয়েছে মর্মে জানা যায়।উক্ত ঘটনায় মৃতদেহের পরিচয় সনাক্ত না হওয়ায় থানা পুলিশ বাদী হইয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলার রুজু করা হয়।
গত ১৪ মার্চ ছোট বাজারস্থ হোটেল নিরালায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ২জন ২০৯নং কক্ষে উঠে। গত ১৫ মার্চ সকালে টাকা পয়সা নিয়ে মহিলার সাথে আসামীর ঝগড়া হয়। একপর্যায়ে আসামী বিকাশ হতে টাকা উত্তোলনের কথা বলে বাহিরে গিয়ে ১০০ টাকা দিয়ে একটি চাকু ক্রয় করে হোটেল রুমে যায় এবং রুমের দরজা লাগিয়ে উক্ত মহিলাকে গলায় চাপ দিয়ে ধরে ওয়াশ রুমে নিয়ে চাকু দিয়ে গলা কেটে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুই হাতের রগ কাটে। তারপর হোটেল রুমের রক্ত পরিস্কার করে হোটেল রুমের দরজায় তালা দিয়ে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন সহ এসআই(নিঃ) নিরুপম নাগ, এসআই(নিঃ) আনোয়ার হোসেন, কনস্টেবল মিজানুর রহমান অভিযান চালিয়ে
হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামী মোঃ রাকিবুল ইসলাম রাকিব(২৩), পিতা-মোঃ খোকন মিয়া, সাং-নতুন চরচাষী, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ’কে ইং ১৯ মার্চ সন্ধ্যায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা হতে গ্রেফতার করেন। বিস্তারিত আগামী কাল ।

এসআই (নিঃ) আলী আজগর এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ৩৬ (ছত্রিশ) বাড়ী কলোনীর পিছনে তারা মিয়ার পুলের উপর হতে মাদক ব্যবসায়ী মহর হোসেন দিহান (২৬), পিতা-আজগর আলী, সাং-নতুন বাজার কসাইপট্টি, এপি সাং-ধোপাখলার মোড়, থানা- কোতোয়ালী, ময়মনসিংহ, মন্টু(২৫), পিতা-নোমান হোসেন রুবেল, সাং-আকুয়া একাডেমী রোড, মাসুদ মাহবুব(২২), পিতা-মৃতঃ আঃ রশিদ, সাং-আকুয়া সর্দারবাড়ী, উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয় এবং আসামীদের নিকট হতে সর্বমোট ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট যার মোট ওজন ০৩(তিন)গ্রাম উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম র‌্যালীর মোড় এলাকা হতে চুরি মামলার আসামী বাদশা মিয়া(৩২), পিতা-আলী হোসেন, সাং-র‌্যালীর মোড়, পাটগুদাম, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার নিয়মিত মামলায় উবাইদুল (৪০), পিতা- মৃত নজরুল ইসলাম,সাং- চকশ্যমরামপুর ফদিয়ারচর, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এসআই (নিঃ) আল মামুন, এএসআই(নিঃ) ভোলানাথ এবং এএসআই(নিঃ) বিল্লাল হোসেন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০১টি জিআর ও ০২টি সিআর বডি তামিল করা হয়। জিআর গ্রেফতারী পরোয়ানায় ময়মনসিংহ কোতোয়ালীর চর জেলখানার রায়হান, (পিক আপ হেলপাড়) ও সিআর গ্রেফতারী পরোয়ানায় ময়মনসিংহ কোতোয়ালীর দাপুনিয়া খেজুরতলা, (কাঠগোলা মওলার বাসা), অলিউল্লাহ, ও ভালুকা বয়ড়ার গ্রামের হেলাল উদ্দিন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার