বগুড়ায় টিএমএসএস আয়োজিত কলা চাষের কৃষক মাঠ দিবস পালিত

image

You must need to login..!

Description

আঃ খালেক খান পিভিএম।।  নারী জাগরণের অগ্রপথিক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত,টিএমএসএসের টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে পরিবেশ সম্মত উপায়ে জি-৯ কলার বাণিজ্যিক ভাবে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার চাষীদের মধ্যে কলা চাষ করা হচ্ছে।উত্তরাঞ্চলের এই প্রক্রিয়ায় প্রথম কলা চাষ করে লাভবান হচ্ছে বহু কলা চাষীরা।উপজেলার আঁচলাই গ্রামে টিএমএসএস কর্তৃক আয়োজিত ২০ মার্চ সোমবার কলা চাষীদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কলাচাষীদের সাথে আলোচনা ও মতবিনিময়ে কলাচাষীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার।কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জনপদের কৃতি সন্তান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাই কে টিএমএসএসের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, প্রকল্পের ফোকাল পার্সন ও টিএমএসএসের যুগ্ম-পরিচালক রেজাউল করিম প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী আব্দুল কুদ্দুস।পিকেএসএফের আর্থিক সহযোগিতায় এসইপি প্রকল্পের আওতায় টিএমএসএস কলাচাষীদের মধ্যে কলাচাষের এই প্রকল্প সম্প্রসারণে কাজ করছে।কৃষক মাঠ দিবস শেষে আঁচলাই গ্রামের টিস্যু কালচার পদ্ধতির কলা চাষ প্রকল্প পরিদর্শন করেন পিকেএসএফের এমডি নমিতা হালদার।তাঁর সাথে উপস্থিতি ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবর রহমান, টিএমএসএসের যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম ও স্থানীয় কলাচাষী প্রমুখ।কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন পেশার নারী নেতৃবৃন্দ,নানা শ্রেণির কৃষক,কলা চাষি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুবিধা ভোগীকলাচাষী,জনপ্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার