বিএমটিভি নিউজ ডেস্ক ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আয়োজনে “ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে” বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা শীর্ষক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে শহীদ সাহাবুদ্দিন হলরুমে উক্ত সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মেয়র টিটু আরো বলেন, ভিশনারি প্লান, জনগণের প্রতি কমিটমেন্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা যদি থাকে তাহলে দেশের উন্নয়নকে ত্বরান্বিত হয়। আমরা এই বাংলাদেশই দেখেছি সারের জন্য কৃষককে গুলি খেতে হয়েছে, সিন্ডিকেট করে সারের দাম ১০গুণ, ২০ গুণ বৃদ্ধি করা হয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়েছে। ১ যুগ আগে সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট পরিচালিত হয়েছে। কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছা ও আন্তরিকতায় তা নিয়ন্ত্রণে এসেছে। মসিক মেয়র বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে কমিশনের কার্যক্রম এবং প্রতিযোগিতা আইনে প্রচারের মাধ্যমে মানুষকে আরো জানাতে হবে।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, এনডিসি এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান ওপেন ফ্লোরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি তার বক্তব্যে ব্যবস্যায় প্রতিযোগিতা সৃষ্টিতে ভোক্তার গুরুত্বের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের প্রথম বিভাগীয় কমিশনার ও প্রতিযোগিতা কমিশনের সদস্য জি এম সালেহ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যরিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান প্রমুখ। সেমিনারে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সংগঠনসমূহের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।