ফুলবাড়ীয়ায়  ফুটপাত দখলমুক্ত অভিযান ভ্রাম্যমান আদালতের

ফুলবাড়ীয়ায় ফুটপাত দখলমুক্ত অভিযান ভ্রাম্যমান আদালতের

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান ,ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পৌর এলাকার বিভিন্ন রোডে রমজানকে সামনে রেখে ফুটপাত দখল ও যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্র্যাট মোহাম্মদ নাহিদুল করিম ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার । অভিযানে ফুটপাত দখলমুক্ত করতে ৭ জনকে ৩০ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার ( ২২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ীয়া পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। তিনি জানান,যৌথ অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখায় ও দোকানে পন্যের মূল্য তালিকা না থাকায় ৭ ব্যাক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারা, দণ্ডবিধির ১৮৬০ এর ২৯০ ধারা মোতাবেক ৩০ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।