
You must need to login..!
Description
আঃ খালেক খান পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি,বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কার্যালয় ২০ মার্চ পরিদর্শন করে সংগঠনের কর্মকর্তা ও প্রশিক্ষনরত সদস্যের সাথে পৃথক পৃথক ভাবে আলোচনা ও মতবিনিময় করেন।মতবিনিময়ে রেঞ্জ কার্যালয়ে,রেঞ্জ কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময়ে রেঞ্জ কমান্ডার কর্তৃক মহাপরিচালক কে রেঞ্জের সাংগঠনিক বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।মহাপরিচালক রেঞ্জের বিভিন্ন বিষয় ধৈর্যসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পরের দিন ২১মার্চ মহাপরিচালক কে রেঞ্জ কার্যালয় কর্তৃক গার্ড সালাম প্রদান করা হয়।মহাপরিচালক রেঞ্জের বিভিন্ন স্থাপনা ও জেলার চলমান ২১দিন ব্যাপি ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ পরিদর্শন করেন।তিনি ময়মনসিংহ জেলা আনসার ভিডিপি কার্যালয়ে উপস্থিত হলে জেলা কমান্ড্যান্ট তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।মহাপরিচালক জেলার বিভিন্ন স্থাপনা,অস্ত্রাগার, গার্ড,জনবল,উপজেলা কার্যালয়,ভাতাভোগী ভিডিপি সদস্য,নির্বাচনে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি এর দায়িত্ব কর্তব্য সম্পর্কে কর্মকর্তাদের ব্রিফিং প্রদান করেন।শেষে জেলার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন ও অফিস চত্বরে আম গাছের চারা রোপণ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।ঐ দিন মহাপরিচালক জামালপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় ও জেলার চলমান ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।তিনি প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময়ে প্রশিক্ষণ সম্পর্কে অবহিত হন।এছাড়া তিনি জেলা কার্যালয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় শেষে অফিস চত্বরে গাছের চারা রোপণ করে পরিদর্শন বইতে স্বাক্ষরের মাধ্যমে তাঁর ময়মনসিংহ রেঞ্জের পরিদর্শন শেষ করেন।ময়মনসিংহ রেঞ্জ পরিদর্শন কালে মহাপরিচালকের সাথে উপস্থিতি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডাইরেক্টর ড.মোঃ সাইফুর রহমান,উপ-পরিচালক জেনারেল,উপ-পরিচালক ওয়েলফেয়ার ও জেলার অন্য কর্মকর্তাগন।