গফরগাঁওয়ে আলোচিত হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

গফরগাঁওয়ে আলোচিত হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

BMTV Desk No Comments

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের বকুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও আলোচিত হিজরা সর্দার হত্যা মামলার আসামী মোঃ জামাল উদ্দিনকে (৪৬) গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। মোঃ জামাল উদ্দিন উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের এলাচী খাঁর ছেলে। বুধবার রাতে পাগলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে এএসআই আনোয়ার হোসেন ও হাবিবুর রহমানের নেতৃত্বে নিগুয়ারী ইউনিয়নের বকুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জামালপুর জেলার ইসলামপুর থানায় ২০১৬ সালে আলোচিত হিজড়া সর্দার হায়দার (৩৫)কে তার গ্রামের বাড়ি ইসলামপুর উপজেলার মালিমারার চর এলাকায় নির্মমভাবে গলা কেটে হত্যা মামলাসহ, গফরগাঁও থানা,পাগলা থানা ও ভালুকা থানায় ডাকাতির মামলা রয়েছে। পুলিশের তালিকাভূক্ত অপরাধী মোঃ জামাল উদ্দিনকে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

LATEST POSTS