You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্ক ঃ অপরাধ দমনে ময়মনসিংহে বিট পুলিশিং কার্যক্রম বলিষ্ঠ ভূমিকা রাখছে। সাধারণ মানুষকে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে জানতে হবে। আজ বুধবার বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষচূড়া চত্বরে ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সচেতনতায় এক পথসভায় এসব কথা বলেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে, সমাজের বিভিন্ন ধরনের অপরাধ দমন ও জননিরাপত্তা দানে আইন প্রয়োগকারী সংস্থা জনতার জনসেবক পুলিশকে সাধারণ আরও কাছে পেতে বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি শ্লোগানে অনুষ্ঠিত বিট পুলিশিং পথ সভা হয় । এতে প্রধান অতিথি ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান সকলের সহযোগিতা কামনা করে বলেছেন জনস্বার্থে এবং সকল প্রকার পুলিশি সহায়তা পেতে বিট পুলিশিং কার্যক্রম স্হাপন করা হয়েছে । এ লক্ষে নগরীর তিনটি ওয়াড মিলিয়ে একজন করে সাব- ইন্সপেক্টর কে দায়িত্ব প্রদান করা হয়েছে । মানুষ যেন পুলিশিং সেবাটা বেশী পায়। তিনি বিট পুলিশিং অফিসারকে যে কোন ধরনের তথ্য প্রদান করে সহযোগিতার আহবান জানান । অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে জন সচেতনা মূলক আরও বক্তব্য রাখেন নগরীর ৮ নং ওয়াড কাউন্সিলর মোঃ ফারুক হাসান , ৯ নং ওয়াড কাউন্সিলর শীতল সরকার , ১৬ নং ওয়াড কাউন্সিলর আঃ মান্নান । ময়মনসিংহ মহানগর কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র – ৩ মোছাঃ শামীমা আক্তার । মহানগর কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ নূর আলী , উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা , আলাউদ্দিন , হানিফ , ও অন্যান্য পদস্থ পুলিশ কর্মকর্তা সহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি ) ওসি মোঃ শাহ কামাল আকন্দ , কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ফরিদ , ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ , কোতয়ালী মডেল থানার ওসি ( তদন্ত) ফারুক হোসেন প্রমুখ