ময়মনসিংহ নগর থেকে সাড়ে ৩৬ কেজি ওজনের কষ্টি পাথরসহ গ্রেফতার ৭

ময়মনসিংহ নগর থেকে সাড়ে ৩৬ কেজি ওজনের কষ্টি পাথরসহ গ্রেফতার ৭

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজ ডেস্কঃ  ময়মনসিংহ শিববাড়ী রেল ওভারব্রীজ কাছ থেকে আজ বুধবার আড়াইটায় কষ্টি পাথরসহ ০৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিকদল আজ বুধবার ময়মনসিংহ নগরের শিববাড়ী ওভারব্রীজের নিচে ৭১ এ.বি গুহ রোড রানা জুয়েলার্স, থেকে ৩৬ কেজি ৫০০ গ্রাম ওজনের কষ্টি পাথরসহ প্রদীপ মজুমদার (৬৬), সাং- মধুপুরবাজার, থানা- ঈশ্বরগঞ্জ, মোহাম্মদ রুকতন (৪০), সাং-রঘুরামপুর, শেখ সামছুল আলম (৪৬), সাং-চর ঘাগড়া, মোহাম্মদ শহিদুল্লাহ (৫৯), সাং-চর খরিছা, মোঃ নিমন @ রানা(৩০), সাং- ৪১ নাটকঘর, আলাউদ্দিন (৭০), সাং-শম্ভুগঞ্জ সবজীপাড়া, নাজিরুল ইসলাম @ মিন্টু (৪৯ সাং-গলগন্ডা, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ০৪ টি কষ্টি পাথরের টুকরো এবং ০৬ টি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় যে, তারা কষ্টি পাথর পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে কষ্টি পাথর পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। তারা আরো জানায় যে, কষ্টি পাথর দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে অবৈধভাবে পাচার করে আসছিল। কষ্টি পাথর পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।