গফরগাঁওয়ে বিষ প্রয়োগে ২০ লক্ষ টাকার মাছ নিধন

গফরগাঁওয়ে বিষ প্রয়োগে ২০ লক্ষ টাকার মাছ নিধন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের একটি মৎস ফিসারিতে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাতের কোনো এক সময় ফিসারিতে বিষ প্রয়োগ করা হয়। এতে দিশাহারা হয়ে পড়েছেন উপজেলা বিহারী পাড়া গ্রামের মৎস চাষি মাহমুদুল হাসান জায়েদ।
এ ঘটনায় বুধবার দুপুরে জায়েদ বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরপরই গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ বিষ প্রয়োগ করা ফিসারিটি পরিদর্শন করে।
এলাকাবাসী, পুলিশ ও ক্ষতিগ্রস্থ ফিরারি মালিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে জায়েদ সেহ্রি খাওয়ার জন্য ফিসারির কাছেই বাড়িতে
যায়। সেহ্রি খেয়ে বাড়ি থেকে রাত অনুমান ৪ টার দিকে ফিসারিতে আসেন। এ সময় তিনি মাছ পানিতে ভাসতে ও লাফালাফি করতে দেখে চিৎকার শুরু করলে আশপাশ ও এলাকার লোকজন ছুটে আসেন। পরে বুধবার সকালে পুকুরে জাল ফেলে দুই পুটলা বিষের ট্যাবলেট ও কয়েকটি বোতল পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, গফরগাঁও থানার ওসি ও এলাকার লোকজন ঘটনাস্থল গিয়ে দুষ্কৃতিকারীদের দেওয়া বিষ প্রয়োগের বোলটি দেখেন।
ফিসারির মালিক মাহমুদুল হাসান জায়েদ জানান, আমার বসত বাড়ীর কাছেই প্রায় ৮ একর জমিতে দীর্ঘদিন যাবৎ ফিসারির ব্যবসা করে আসছি। ৮ একর জমি ছাড়াও আমার আরও ২ একর জমিতে ৩টি ফিসারি রয়েছে। এই ৩টি ফিসারিতেই শিং, পাবদা ও দেশি মাছ চাষ করি। আমার ৩টি ফিসারিতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার মাছ বিক্রি হত। এ অবস্থায় কে বা কারা আমার ৩টি ফিসারিতে বিষ প্রয়োগ করে আমার প্রায় ২২ লাখ টাকা ক্ষতি করিয়াছে। এখন আমি অন্যন্যা ফিসারি গুলো নিয়েও হুমকিতে আছি। দূর্বৃত্তরা কখন আমার অন্যান্য ফিসারিতে বিষ প্রয়োগ করে। আমি এ ঘটনার সঠিক তদন্ত পূর্বক বিচার দাবি করছি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান বলেন, রাতের আধারে ২০ লাখ টাকার মাছ বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। কয়েকদিন পরেই
এই মাছ গুলো বিক্রির জন্য তোলা হতো।
গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ বলেন, বুধবার দুপুরে অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ নেক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। ##