
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে ছুরিকাঘাতে ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ (৫০) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহত আনিছুর রহমান ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। এছাড়াও তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত রবিবার (২৬ মার্চ) বিকেলে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় মো: লেলিন মিয়া নামের এক সন্ত্রাসী নিহত আনিছুর রহমানকে ছুরিকাঘাত করে।
নিহতের পরিবার জানায়, আনিছুর রহমান র্দীঘদিন যাবত পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় বসবাস করতেন। এ সুযোগে ঘাতক লেলিন প্রায়ই তার কাছে টাকা চাইত। ঘটনার দিনও সে টাকা চাইলে আনিছুর রহমান টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসী লেলিন। এ ঘটনায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এই বিএনপি নেতাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সে মারা যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে এই মামলার আসামি লেলিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বিএনপি নেতা আনিছুর রহমান হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার। তিনি বলেন, এই বিএনপি নেতার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। অবিলম্বে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।