গফরগাঁওয়ে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতিঃ নেই বিদ্যুৎ

গফরগাঁওয়ে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতিঃ নেই বিদ্যুৎ

BMTV Desk No Comments

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ গফরগাঁও উপজেলা সদরসহ ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঝড়ে বোরো ফসল , বিভিন্ন শাকসবজিসহ হরেক রকমের ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । এ ছাড়া সবজির ইউনিয়ন রসুলপুর ,টাংগাবর ও পাঁচবাগের চরএলাকায় কলাবাগান , লেবু বাগানের ক্ষতির পরিমান বেশি । ঝড় ও বৃষ্টির সাথে সাথে পিডিবি ও পল্লী বিদ্যুতের লাইন অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যায় । চৈত্রের মাসের ঝড় ও বৃষ্টির পরে কয়েক ঘন্টার পরে শুধুমাত্র গফরগাঁও পৌরসভার পিডিবির বিদ্যুৎ চালু হয়েছে গভীর রাতে দিকে । তবে এখনো গ্রাম এলাকা গুলোতে পল্লীতে লাইন চালু হয়নি বলে গ্রাহক সুত্রে জানা গেছে । উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ জানান , ঝড়ে ও বৃষ্টি দরুন শুধু মাত্র শাকসবজি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে । শিলা বৃষ্টির না হওয়ার ফলে বোরো ফসলের তেমন একটা ক্ষতি হয়নি। এ ছাড়াও ভয়াবহ ঝড়ে সূর্ষমুখী ফসলের ক্ষতি গ্রস্ত হয়েছে তুলুনামুলক ভাবে বেশি । চলতি মৌসুমে প্রায় ৫হেক্টর জমিতে সূর্ষমুখীর আবাদ হয়েছে । তবে সুর্যমুখীর ফলন ভালো হয়েছিল । কিন্তুু বৃহস্পতিবার রাতের ঝড়ে আবাদ সর্ম্পুন্ন ভাবে নষ্ট হয়ে গেছে । চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের কৃষক মোঃ মুর্র্শিদ মিয়া জানান , সর্বনাশা ঝড়ের দরুণ যে সমস্ত বোরো ধান বের হয়ে গেছে । তা ঝড়ের ফলে হেলে পড়েছে । চরএলাকার সবজি ফসলের ক্ষতি হয়েছে । বিভিন্ন স্থানে নানান রকমের গাছ ও কলাবাগান হেলে পড়েছে । কলাবাগান ক্ষতি হওয়ার ফলে কৃর্ষকরা দিশেহারা হয়ে পড়েছে । ঝড় ও বৃষ্টির ফলে রমজানের মাসের শাকসবজির দাম দ্বিগুণ বেড়ে যাওয়ার আশংকা রয়েছে । উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে ।

LATEST POSTS