স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাকারবারী ও অটো, পিকআপ চোর সহ ২৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহামেদ ভুঞা’র নির্দেশে বিভাগীয় নগরীসহ আশপাশ এলাার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৫ জনকে গ্রেফতার করে।
৭২০ পিস ভারতীয় শাড়ি এবং ৩৮ পিস ভারতীয় লেহেঙ্গা সহ চোরাকারবারী ৩জন গ্রেফতার ও ১টি বাস আটক
এসআই(নিঃ) তানভীর আহম্মেদ সিদ্দিকী, সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ গোল চত্ত্বর সংলগ্ন রীচ হেলথ সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে চোরাচালানরে মাধ্যমে অবধৈভাবে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা এনে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করার অপরাধে চোরাকারবারীর ০৩জন আসামী আতাউর রহমান (৩২), মজিউর রহমান (২৩), সাং-সেহলা, ওলিউল্লাহ আহমেদ জয় (২০), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-দুগাচি, সর্ব থানা-পূর্বধলা, নেত্রকোনা’দের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীদের সহায়তায় অত্র থানা সহ দেশের বিভিন্ন জেলায় চোরাচালানরে মাধ্যমে অবধৈভাবে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা এনে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসছে। তাদের নিকট হতে ১৫(পনের)টি ছালা ও প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত ৭২০ (সাতশত বিশ) টি ভারতীয় বিভিন্ন রংয়ের শাড়ি এবং ৩৮ পিস ছোট বড় বিভিন্ন রংয়ের ভারতীয় তৈরী লেহেঙ্গা মোট নয় লক্ষ আটচল্লশি হাজার)টাকার ভারতীয় পন্য উদ্ধার এবং উক্ত মালামাল পরিবহন কাজে ব্যবহৃত ‘মা আছিয়া’ পরিবহন নামক একটি বাস গাড়ী যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-২১৩৭ আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অটো ও মাহিন্দ্র পিকআপ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার, ১টি অটো ও ১টি মাহিন্দ্র পিকআপ উদ্ধার
এসআই(নিঃ) মাসুদ জামালী সংগীয় এএসআই(নিঃ)ওমর ফারুক ও ফোর্স অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ১ এপ্রিল রাতে সাহেব কাচারী বাজারস্থ জামাল মিয়া (৪৮), এর চা পানের দোকানের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ গামী মহাসড়কের উপর হতে চোর আব্দুল খালেক (৩৮), সাং-বেলগাছা, থানা-ইসলামপুর, জামালপুর, জজ মিয়া(৩৫), সাং-স কারলী, থানা-নেত্রকোনা সদর, নেত্রকোনা,হাফিজুল ইসলাম(৩৫), পিতা-আঃ মতালেব, সাং-তাতকুড়া, থানা-গৌরীপুর, বুলবুল মিয়া (৩৫), সাং-চর শ্রীরামপুর, থানা-নান্দাইলকে গ্রেফতার করেন। আসামীরা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন জেলায় ব্যাটারী চালিত অটোরিক্সা সহ মাহিন্দ পিক আপ চুরি চামারী করে আসছিল। আসামীদের নিকট হতে একটি ব্যাটারী চালিত তিন চাকা বিশিষ্ট পুরাতন অটো গাড়ী, যার মূল্য অনুমান পঞ্চাশ হাজার টাকা, একটি মাহিন্দ্র পিকআপ, যার রেজিঃ নম্বর ঢাকা মেট্টো-ন-১৯-১৯৬১, যাহার মূল্য অনুমান চার লক্ষ পয়ষট্টি হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়। তাদের নামে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এসআই (নিঃ) আজগর আলী, এএসাই মাহমুদুল, ছাত্তার সকলে সংগীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক জায়গা হতে অন্যান্য মামলার আসামীদের গ্রেফতার করেন। এসআই আজগর কর্তৃক গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বিল্লাল (৩৫), আব্দুর রাজ্জাক (৩০), হৃদয় হোসেন (২২), কুদরত (১৯)।
এএসআই মাহমুদুল কর্তৃক গ্রেফতারকৃত আসামীরা হলেন ইমরান (২৫), হাবিব (৩০)। এএসআই সাত্তার কর্তৃক গ্রেফতারকৃতরা হলেন, আলী রাজ বাপ্পী (২২), রোমান (৩০)।
এএসআই(নিঃ) হুমায়ুন কবির সংগীয় অফিসার ও ফোর্স কোতোয়ালী মডেল থানার চর বড়বিলা সাকিনস্থ মোঃ রিয়াজ উদ্দিন এর মাছের ফিসারীর পাড় খোলা আকাশের নিচ হতে ০৫জন জুয়াড়ী আটক করা হয় এবং তাদের নিকট হতে নগদ ৬৮০/-(ছয়শত আশি) টাকা যার মধ্যে ১০০/-টাকার নোট ০৩টি, ৫০/-টাকার নোট ০৩টি, ২০/-টাকার নোট ০৬টি, ১০/- টাকার নোট ১১টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস, প্লাষ্টিকের চট ০১টি, ব্যবহৃত মোমবাতি ০২টি উদ্ধার করা হয়। জুয়াড়ীরা হলেন, শাহ আলম (৩৪), ফয়েজ উদ্দিন (৪২), সোহেল (৪২), জাকারিয়া (২৮), সর্ব সাং-চর গোপীনাথপুর, থানা- তারাকান্দা, কোতোয়ালীর,চর বড়বিলার শাহ আলম (৫০) ।
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান চালি্য়ে থানার ব্রাহ্মপল্লী এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী সোহেল মিয়া (২৭)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই আনোয়ার হোসেন থানা এলাকায় অভিযান চালি্য়ে ১টি জিআর এবং এএসআই নুর, হুমায়ুন, রেজাউল অভিযান চালি্য়ে পৃথক পৃথক ভাবে ৩টি সিআর তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় উজান ঘাগড়া, কসাইবাড়ীর ভাড়াটিয়া, খলিল মিয়া সিআর গ্রেফতারী পরোয়ানায় পরানগঞ্জ ঋষিপাড়ার ঝন্টু ঋষি, শরিফুল ইসলাম, সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।