বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫টি দোকান পুড়ে ৩০৩ কোটি টাকার ক্ষতি

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫টি দোকান পুড়ে ৩০৩ কোটি টাকার ক্ষতি

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ হাজার ৮৪৫টি দোকান পুড়ে ৩০৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। ওই ঘটনায় গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তদন্ত কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে।

এই অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার কোনো ইঙ্গিত তদন্ত কমিটি পায়নি। সিগারেট কিংবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে কমিটির ধারণা। যদিও মার্কেটে অগ্নিসংযোগ করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করে আসছেন ব্যবসায়ীরা।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, মঙ্গলবার বিকালে কমিটির সভাপতি ও নগর সংস্থার অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন প্রতিবেদনটি মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে দাখিল করেছেন। এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কমিটির সদস্যদের মধ্যে প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, রমনা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক এবং সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার ভোরে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে কয়েকটির মার্কেটের অন্তত ৫ হাজার দোকান পুড়ে যায়। আগামীকাল বুধবার থেকে বঙ্গবাজারে চৌকি বসিয়ে অস্থায়ী ভিত্তিতে ব্যবসা শুরু করা হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।