রাজধানীর নিউ মার্কেট বন্ধ ঘোষণা
April 15, 2023
68
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় পাশের নিউ মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ শনিবার সকালে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বরাত দিয়ে মার্কেটের নিরাপত্তা কমান্ডার মো. ভুলু এ তথ্য জানিয়েছেন।
এদিকে নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে।উল্লেখ্য, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।