আঃ খালেক পিভিএম,পাবনা। জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত নাটোরের কৈশোর কর্মসূচি কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক সামাজিক কার্যক্রম ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় ইউনিয়ন ভিত্তিক কিশোর-কিশোরীদের মধ্যে সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।এ কর্মসূচির আওতায় নাটোর অঞ্চলের বিভিন্ন এলাকার কিশোর কিশোরী ক্লাব হতে বাছাইকৃত কিশোর -কিশোরীদের ভালো কাজের স্বীকৃতি হিসাবে এই মূল্যবান সনদপত্রটি প্রদান করা হয়।সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে কৈশোর কর্মসূচীর সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কিশোর কিশোরীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশন মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অপেরেশন-১১ ডোমেইনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের নাটোর সদর অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমান ও টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, সমাজ সেবক, এলাকার সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী, সুবিধা ভোগী সদস্য, কিশোর কিশোরী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।