অনলাইন জালিয়াতি এবং প্রতারক চেনার উপায় জানাবে হোয়াটসঅ্যাপ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ   মেটা’র মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। অসংখ্য ব্যবহারকারীর কথা মাথায় রেখে এতে আনা হয় নিয়মিত পরিবর্তন ও নতুন নতুন ফিচার। তবে থেমে থাকে না অনলাইনে প্রতারকদের প্রতারণা। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীর নিরাপত্তার কথা বিবেচনা করে সিকিউরিটি ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।অনলাইন জালিয়াতি ঠেকানো এবং প্রতারক চেনার উপায় জানাবে হোয়াটসঅ্যাপ এক ক্যাম্পেইনে।
প্ল্যাটফর্মটির এই অভিযান মানুষকে অনলাইন স্ক্যাম, জালিয়াতি এবং অ্যাকাউন্ট টেম্পারিংয়ের মতো বিপদ থেকে রক্ষা করবে । তিন মাস দীর্ঘ এই অভিযানে নিরাপদ ডিজিটাল চর্চা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হোয়াটসঅ্যাপ চারটি প্রধান সুরক্ষা বৈশিষ্ট্য তুলে ধরবে। ব্যবহারকারীকে শেখানো হবে নানান নিরাপত্তা ফিচার সম্পর্কে। যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারবেন নিজেদের।
ব্যবহারকারীরা যে বিষয়গুলো শিখবেন – হোয়াটসঅ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার, যে কোনো অ্যাকাউন্টকে ‘ব্লক ও রিপোর্ট’ করার উপায়, সাইটটির বিভিন্ন প্রাইভেসি সেটিংস ফিচার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রাইভেসি সেটিংস।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার