সংবিধানের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদ কার্যকর করার দাবিতে ময়মনসিংহে মতবিনিময়

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্কঃ: সংবিধান নির্দেশনা ও আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদ কার্যকর করার দাবিতে সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাহমুদুল হক সায়েম।

লিখিত বক্তব্যে আইন অনুযায়ী উপজেলা প্রশাসনের ১৭টি বিভাগের কার্যক্রম পরিচালনা করা ও মন্ত্রণালয়ের আইন বর্হিভূত পরিপত্র জারী করে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে উপজেলা প্রশাসন যেন সুষ্ঠুভাবে পরিচালিত করা যায় এবং বিদ্যমান নির্বাচিত উপজেলা পরিষদ ২০১০ সালে সরকার জারীকৃত নির্দেশনা কার্যকর করাসহ পাঁচটি দাবি উল্লেখ করা হয়।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদ এ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি আশরাফ হোসাইন, জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল,হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ইশ্বরগঙ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন,নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যানমাহমুদুল হাসান জুয়েল, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান চিচিম ডেভিট রানাসহ জেলার অন্যান্য উপজেল পরিষদ চেয়ারম্যানগণ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার