বিএমটিভি নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে মোটরসাইকেল নিয়ে পদ্মাসেতু পার হয়ে দক্ষিণাঞ্চলে ফিরছেন সাধারণ মানুষ। সকাল থেকেই মহাসড়কে যানবাহনের পাশাপাশি অতিরিক্ত মোটরসাইকেলের চাপ দেখা গেছে। মোটরসাইকেল নিয়ে পদ্মাসেতু পার হয়ে বাড়ি ফিরতে পারছেন বলে আনন্দিত সাধারণ মানুষ।
সরজমিনে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘরে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ। পদ্মাসেতু পার হয়ে ঢাকা থেকে আসা যাত্রীরা নামছেন এক্সপ্রেসওয়ের শিবচরের বিভিন্ন স্থানে। এছাড়াও দূরপাল্লার পরিবহনেও যাত্রীদের যথেষ্ট চাপ রয়েছে। এক যোগে দক্ষিণাঞ্চলমুখী পরিবহনগুলো ছুটছে গন্তব্যে। অন্যদিকে যাত্রী নামিয়ে ফিরতি পথে ঢাকায় ফিরছে খালি বাসগুলো।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত মোটরসাইকেল থেকে সেতু কর্তৃপক্ষ ৩ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করেছে। এ পর্যন্ত ৩ হাজার ৩০০ মোটরসাইকেল পার হয়েছে। জাজিরা প্রান্ত দিয়ে সর্বশেষ আরও ১০০ মোটরসাইকেল চলাচলের খবর পাওয়া গেছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা।পদ্মাসেতু পার হয়ে আসা বাগেরহাটের যাত্রী বাইক চালক তানভীর বলেন, পদ্মাসেতু পার হয়ে মোটরসাইকেল নিয়ে আসতে পেরে আনন্দিত।মনে হলো, পদ্মাসেতুর সুফল পেলাম। খুবই স্বাচ্ছন্দে সেতু পার হয়ে আসতে পেরেছি। সেতুতে শৃঙ্খলার সাথে মোটরসাইকেল পার হচ্ছে।’
তিনি আরও বলেন, মহাসড়কে মোটরসাইকেলের অনেক চাপ রয়েছে। তবে সতর্কতার সাথে বাইক চালালে দুর্ঘটনা রোধ করা সম্ভব।
মতিউল আলম