গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় গাঁজা সেবন নিয়ে আলাউদ্দিন (৫৮) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ মাদককারীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে আলাউদ্দিনকে প্রতিবেশী হুমায়ুন ও মিঠুন ঘুম থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তিনজন এক সঙ্গে বাড়ির পাশে গাঁজা সেবন করে। গাঁজা সেবনের সময় হুমায়ুন ও মিঠুনের সঙ্গে বৃদ্ধ আলাউদ্দিনের বিবাদ হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আলা উদ্দিনকে ছুরিকাঘাত করে। নিহতের স্ত্রী খুকি আক্তার জানায়, তাঁর স্বামীর সঙ্গে ধান মাড়াইয়ের কাজ করত হুমায়ুন ও মিঠুন। সে সুবাধে প্রায়ই বাড়িতে আসা যাওয়া ছিল তাদের। ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুম থেকে ডেকে নিয়ে স্বামী আলা উদ্দিনকে হুমায়ুন ও মিঠুন হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, গাঁজা সেবন করা নিয়ে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।