আঃ খালেক পিভিএম,পাবনা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক অবঃ মেজর জেনারেল এম ওয়াজহিউল্ল্যাহ এর জানাজা নামাজ ২০ এপ্রিল ঢাকার সিএমএইচ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।জানাজার শুরুতে সাবেক মহাপরিচালক এম ওয়াজহিউল্ল্যাহ এর কৃতিত্বপূর্ণ ও গৌরবান্বিত জীবনবৃত্তান্ত পড়ে শোনানো হয়।পরবর্তীতে মরহুমের একমাত্র পুত্র মোঃ ফজলে আজিজ তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চান।
মরহুমের জানাজায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল নজরুল ইসলাম,আনসার ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান,উপ-মহাপরিচালক প্রশাসন কর্ণেল মোঃ নাজিম উদ্দীন,উপ-মহাপরিচালক অপারেশন্স মোঃ জিয়াউল আলম,পরিচালকবৃ,আনসার বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী,ব্যাটালিয়ন আনসার সদস্য প্রমুখ।অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক অবঃ লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দিন,অবঃ ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আলম,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক অতিরিক্ত মহাপরিচালকগন মোঃ মিজানুর রহমান ও মোঃ মাহবুবুল ইসলাম প্রমুখ।
জানাজা শেষে ১১ ঘটিকায় ঢাকার বনানীস্হ সামরিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।সে সময় সেনাবাহিনীর সম্মান গার্ড ও আনসার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক মরনোত্তর সালাম ও আনসার-ভিডিপি ও রাওয়ার পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।সর্বশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দাফন প্রক্রিয়ার সকল কাজ সম্পন্ন করা হয়।এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।