বিএমটিভি নিউজ ডেস্কঃ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে আট বছর বয়সী এক শিশু । আজ বিকালে ফোন করে এই অভিযোগ করে শিশুটি। অভিযোগের প্রেক্ষিতে তার মাকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
অভিযোগকারী শিশুটি মিরপুরের একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। শিশুটি জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা বাবার ওপর ক্ষেপে গিয়ে তাকে মারধর করে। সে আরও জানায়, তার বাবা তাকে বলেছে কখনও কোন বিপদ হলে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ এসে সহযোগিতা করবে। আজ ৯৯৯ এ ফোন দিলে শিশুটির সাথে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সাথে সাথেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল শিশুটির মাকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন মানবজমিনকে বলেন, শিশুটিকে তার মা মারধর করলে শিশুটি ভয় পেয়ে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চায়।এ ঘটনায় শিশুটির মাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে শিশুটির বাবাসহ সংশ্লিষ্ট সকলকেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।